নিজের স্কুটি চালিয়ে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিলেন কিংবদন্তী ক্রিকেটার শচিন তেন্ডুলকার। আর সেটা দেখে ছুটে এলেন আরেক কিংবদন্তী ব্রায়ান লারা। এরপর দুজনের কিছু কথা হল, এবং লারাকে স্কুটির পিছনে বসিয়ে রওনা দিলেন শচিন। আর হ্যাঁ, যাওয়ার আগে দুজনেই পড়ে নিলেন হেলমেট। এই ভিডিওটিই এখন সোশাল মিডিয়ায় হটকেক। আসলে পথ নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দেওয়ার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে এই ভিডিও শেয়ার করলেন শচিন তেন্ডুলকার। আর তাতেই সাথ দিলেন ব্রায়ান লারা। তাঁদের স্পষ্ট বার্তা স্কুটি এবং বাইক চালানোর সময় হেলমেট পড়া আবশ্যিক, এই বার্তাই দিলেন দুই কিংবদন্তী। রায়পুরে অনুষ্ঠিত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের সেমিফাইনালে ওয়েস্টইন্ডিজকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এই ম্যাচের পরই ভিডিওটির শুটিং হয়েছে বলে জানা যাচ্ছে।
দেখুন ভিডিও…
Thank You for your important feedback