টিকা নিয়েও করোনায় আক্রান্ত ফারুক আব্দুল্লাহ


 

টিকা নিয়েও এবার করোনায় আক্রান্ত হলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ। মঙ্গলবার টুইট করে নিজেই এ কথা জানালেন, ফারুক পুত্র ওমর আব্দুল্লাহ। তিনি বললেন, ‘আমরা বাবা করোনা পজিটিভ। শরীরে কিছু করোনার উপসর্গ দেখা গেছে। বাকিদেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট না আসায় আমি ও আমার পরিবার বাড়িতেই আছি’। তিনি আর ও বলেন, কয়েকদিনে যারা আমার বাবা ও পরিবারের সংস্পর্শে এসেছে যারা এসেছে তাঁরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সময়মত টেস্ট করাবেন। প্রসঙ্গত, ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক গত ২ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। দিন কয়েক পরই তাঁর দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বর্ষীয়ান নেতা ফারুক আব্দুল্লাহ করোনায় আক্রান্ত হলেন। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ন্যাশনাল কনফারেন্সের সভ্য সমর্থকরা। কারণ ফারুকের বয়স এখন ৮৪ বছর, আর তাঁর কিডনিও প্রতিস্থাপিত হয়েছে। গত ২ মার্চ শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে টিকা নেন তিনি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post