শেষবেলায় নন্দীগ্রামে বিমান বসু

একুশের বিধানসভায় হাইভোল্টেজ ভোট নন্দীগ্রামে। এখানে কোটি টাকা খরচ করছে বিজেপি-তৃণমূল। অস্থায়ী হেলিপ্যাড সদাব্যস্ত, অনেকটা লন্ডনের হিথরো বিমানবন্দরের মতো। একজন যাচ্ছেন তো আরেকজন চলে আসছেন। যে ভাবেই হোক নন্দীগ্রাম চাই। এই হইচইয়ের পাশাপাশি নীরবে প্রচার সারছেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়। পায়ে হেঁটেই ঘরে ঘরে যাচ্ছেন তরুণী সিপিএম প্রার্থী। মানুষকে বোঝাচ্ছেন সেদিনের নন্দীগ্রামে বামেদের সাবোটাজ করা হয়েছিল। মানুষ মিষ্টি মেয়েকে গ্রহণ করছে সানন্দে কিন্তু তাতে কি ভোট তৈরি হবে তো? মীনাক্ষির বিরুদ্ধে দুই শক্তিশালী প্রার্থী। সেটা জেনেও তাঁর বক্তব্য, বামেরা প্রতিবাদী, ভোট দাঁড়ানো প্রতিবাদ করার জন্য। মীনাক্ষি কি জিততে পারেন ? বাম কর্মী অমল নায়ক জানালেন, মানুষ ভোট দেবে আমরা মানুষের সাথে চলি। অপরদিকে শেষ লগ্নে নন্দীগ্রামে উপস্থিত হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই প্রবল গরমে তিনি মিছিল করলেন নন্দীগ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। লাল পতাকাকে সাক্ষী করেই তাঁর নীরব পদচারণ।     

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.