এপ্রিল মাসে ১৫ দিনই বন্ধ ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা

এপ্রিল মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ দিন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ক্যালেন্ডার মেনেই এপ্রিল মাসে মোট ৯ দিন ছুটি রয়েছে। এছাড়া দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারের ছুটি মিলিয়ে সেটা ১৫ দিন হবে। ফলে গ্রাহকদের জন্য এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ১ এপ্রিল অ্যাকাউন্ট ক্লোজিংয়ের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে। এছাড়া রাম নবমী, গুড ফ্রাইডে, বিহু, বাংলা নববর্ষ, আম্বেদকর জয়ন্তী, মহাবীর জয়ন্তী, জগজীবন রামের জন্মবার্ষিকী ও তেলেগু নববর্ষ (শর্তবিশেষে) উপলক্ষ্যে ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা। তবে এরমধ্যে রাজ্যগুলির ছুটির তালিকা আলাদা রয়েছে। অর্থাৎ সারা দেশে একযোগে এই ছুটি নেই। তবুও এপ্রিলে ১৫ দিনের কাছাকাছি ব্যাঙ্ক বন্ধ থাকবে রাজ্য বিশেষে। আবার আজ অর্থাৎ বুধবার অর্থবর্ষের শেষ দিন বলে ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকবে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.