দেশে করোনা পরিস্থিতি ফের ভয়াবহ আকার নিয়ে নিয়েছে। সংক্রমণ দ্রুত হারে ছড়াচ্ছে। বিগত পাঁচদিনে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের বেশি। গত ২৪ ঘন্টায় দৈনিক করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৮৪০ জন। ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৩৩৫ জন। অপরদিকে মহারাষ্ট্রের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। শুধুমাত্র এই রাজ্যেই ৭০-৮০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন গোটা দেশের নিরীখে। মহারাষ্ট্রেই গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৯১৮ জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি প্রায় ১০ রাজ্যে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ।
করোনা সংক্রমণ ঠেকাতে আবার অভিনব পন্থা অবলম্বন করল মহারাষ্ট্রের নাসিক প্রশাসন। খানিকটা বাধ্য হয়েই সেখানকার প্রশাসন ভিড় এড়াতে বাজারে ঢোকার জন্য ৫ টাকার টিকিট চালু করেছে। স্থানীয় মানুষদের নাসিকের যেকোনও বাজারে ঢুকতে হলে ১ ঘন্টার জন্য দিতে ৫ টাকা। নাসিকের পুলিশ কমিশনার জানিয়েছেন, লকডাউন এড়াতেই এই ব্যবস্থা। মানুষ যদি করোনাবিধি মেনে চলেন, তাহলে লকডাউন হবে না, নাহলে ফের লকডাউনের পথেই যেতে হবে। অপরদিকে, মহারাষ্ট্রের বহু জায়গায় নাইট কার্ফু জারি করেছে স্থানীয় প্রশাসন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দেশজুড়ে করোনার টিকা দেওয়ার কর্মসূচিতে জোর দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে ৬ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ৩৫৩ জনকে কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ১৯ লাখ ৪০ হাজার ৯৯৯ জন করোনার টিকা পেয়েছেন।
Post a Comment
Thank You for your important feedback