ফের জোর কদমে বাড়ছে করোনা সংক্রমণ। এবারে শুধু আর মহারাষ্ট্র নয়, ছড়িয়ে যাচ্ছে দেশ জুড়েই। প্রশ্ন উঠেছে, শীত গেল কিছু হল না আবার গরম পড়তেই কেন? প্রশ্ন করোনা তো শীতে বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস তার চরিত্র বদলে ফেলেছে। এখনও বোঝা যাচ্ছে না এটি কি ওই পুরোনো সংক্রমণ নাকি নতুন স্ট্রেন। যদিও গতিক নতুনেরই মতো। কারণ রোজ যে ভাবে দ্রুত গতিতে সংক্রমণ বাড়ছে তাতে ভয়ের বিষয় যথেষ্ঠই।
চিকিৎসক মহল বা বিশেষজ্ঞ মহল জানাচ্ছে, মাস্ক পড়তেই হবে, হাত ধুতে হবে বারবারই। রাস্তার গরম খাবার খেতে পারেন কিন্তু খাবার পাত্র নিয়ে ভাবতে হবে। এ ছাড়া ঠান্ডা খাবার কিংবা বরফ জল অথবা কাটা ফল একদমই খাওয়া যাবে না। কিন্তু শুনছে কে? বেপরোয়া হয়ে গিয়েছে শহরের মানুষ। এর জন্যই করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত হচ্ছে নতুন করে।
Thank You for your important feedback