মেদিনীপুরে তিন প্রান্তের সভায় মমতা



 

হাতে আর মাত্র কয়েকটা দিন তার আগেই চলছে জোরকদমে প্রচারকাজ। আজ ও একাধিক কর্মসূচিতে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়া,খেজুরি ও পাশকুঁড়াতে তার সভা ছিল।   হলদিয়ার পর খেজুরির সভা থেকেও গেরুয়া শিবির সহ অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। একইসঙ্গে নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতি উসকে বলেন, 'খেজুরি না থাকলে নন্দীগ্রাম হত না।'ক্ষমতায় এলে দুয়ারে সরকারে ২৫ লক্ষ বাড়ি বানিয়ে দেব।  এছাড়া  আরো দুমাস বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেব।  ভোট দেবেন দেখে শুনে।দরকার পড়লে ভিভি প্যাড চেক করে নেবেন। এবারে ভাঙা পায়েই   খেলা হবে।  এই সরকার বাংলায় উন্নয়ন করবে। অন্যদিকে কর্মসংস্থানের আসাস দিলেন।ছেলেমেয়েদের চাকরি হবে. কর্মসংস্থান  বাড়বে। তাই বলছি বিজেপিকে আর একটি ভোট ও  নয়।  সামনেই নির্বাচন আর তার আগেউই দুই দলের চলছে জোরদার প্রচারকাজ।অন্যদিদকে আজ প্রচারে বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ ও তিনি চিরায়িত ভঙ্গিতে তুলোধোনা করলেন মমতাকে।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.