শিলিগুড়ির পট পাল্টাবে কি ?




 

 

শিলিগুড়ি বরাবরই বাম দুর্গ ছিল | বাম আন্দোলনের সদর দুয়ার বলা হতো শিলিগুড়িকে | নক্সাল আন্দোলনের বাংলার সূচনাও শিলিগুড়ির কাছে | দীর্ঘদিন বাম শাসনের পর ২০১১ তে মন্ত্রী অশোক ভট্টাচার্য্য এখানে তৃণমূলের প্রার্থীর কাছে পরাজিত হন কিন্তু ফের ২০১৬ তে অশোকবাবু জিতে আসেন | শুধু তাই নয় কর্পোরেশনও সিপিএম-কংগ্রেস এর হাতে ছিল এবং অশোকবাবু মেয়র ছিলেন | কিন্তু ২০১৯ এর লোকসভা নির্বাচনে বামেরা দার্জিলিং কেন্দ্রে জামানত হারায় | প্রশ্ন, এবার কি অশোকবাবু তাঁর আসন ধরে রাখতে পারবেন?
বিজেপি এই কেন্দ্র দখলে সর্বশক্তি নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছে | প্রার্থী করেছে সিপিএমের যুব নেতা শঙ্কর ঘোষকে | শঙ্কর অশোকবাবুর প্রধান শিষ্য ছিলেন | কিন্তু তিনি দল ছাড়তে পারেন কেউ ভাবে নি | শঙ্করের যা কিছু নাম তা অশোকবাবুর জন্য | কিন্তু অবাঙালি ভোট যদি শঙ্কর পায় তবে সুবিধা পাবে |
পক্ষান্তরে তৃণমূলের প্রাথী ওমপ্রকাশ মিশ্রকে লড়তে হবে | তিনি বালুরঘাটের মানুষ হলেও শিলিগুড়িতে নিয়মিত যোগাযোগ ছিল | বিমল গুরুঙ্গের দিকে ভরসা রাখতে হবে ওমবাবুকে | ভোট ভাগাভাগি হলে কিন্তু ওমপ্রকাশ সুবিধা পেতেও পারেন |  

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post