শুভেন্দুগড়ে অভিষেক


শেষ মুহূর্তে বুধবার নন্দীগ্রামে জনসভা করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | কাঁথিতে মোদির সভা শেষ হলেই অভিষেক ভাষণ শুরু করবেন এই হাই ভোল্টেজ কেন্দ্রে | এটা অনেকটা বিতর্ক সভার মতো, অনেকটা লোকসভার জবাবি ভাষণের মতো | বাস্তব এটাই এই কেন্দ্রের দিকে নজর রয়েছে সারা ভারতের | রাজনীতির নতুন সমীকরণ তৈরী হবে ভারতে নন্দীগ্রাম নিয়ে | শুভেন্দু অবশ্য নন্দীগ্রামের মাটি কামড়ে পরে রয়েছেন কারণ তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক হবে ২৭ মার্চ | তিনি ভালোই জানেন বিষয়টি বলেই সব কিছু বাদ দিয়ে তিনি ঘরে ঘরে গিয়ে প্রচার করছেন |

অন্যদিকে অভিষেক নিয়ে বিজেপির কটাক্ষ থাকলেও তিনি কিন্তু ভিড় জমাতে পারছেন যথেষ্ট | জনমত বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে মঞ্চে একটা ধারা বজায় রাখছেন যা কিনা মানুষ জানে কি কি বলতে পারেন তিনি কিন্তু অভিষেক যুক্তি, ধৈর্য্য ও চ্যালেঞ্জ রাখছেন তাঁর ভাষণে এবং অসংযমী নয় | মমতা দেখতে যেখানে ভিড় সেখানে অভিষেককে শুনতে ভিড় হচ্ছে |

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post