কাঁথি থেকে নন্দীগ্রামকে বার্তা মোদির

বুধবার দুপুরেই কাঁথি চলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | কাঁথি বরাবরই বাম বিরোধী এলাকা বলে খ্যাত ছিল, পরবর্তীতে তৃণমূল এলাকা দখল করে | অধিকারী পরিবারের চারণ ভূমি এই কাঁথি | লোকসভায় তৃণমূল এখানে ৫০ শতাংশ ভোট পেয়ে ছিল| পাশাপাশি বিজেপি পেয়েছিলো ৪২ শতাংশ | এবার মস্ত পরীক্ষার মুখে সদ্য বিজেপি মঞ্চে ওঠা বর্ষীয়ান শিশির অধিকারীর কাছে কারণ তাঁর পাল্টে যাওয়াকে কি ভাবে নেবে ভোটাররা সেটাই দেখার | অবশ্য মোদি এসবের অপেক্ষায় নেই | তাঁর টার্গেট কাঁথির থেকেও নন্দীগ্রামের দিকে |

আজ মোদির জনসভায় উপস্থিত থাকবেন কি শিশিরবাবু, উঠেছে প্রশ্ন। অবশ্য তৃণমূল ইতিমধ্যে ঠিক করে ফেলেছে শিশিরবাবুর বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে বহিষ্কারের নোটিশ আনবে। আজ দুপুরে আরও একটি লক্ষণীয় বিষয় আছে তা দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগ নিয়ে। কয়েকদিন আগে দিব্যেন্দু জানিয়েছিলেন যে তিনি মোদির সভায় উপস্থি থাকবেন কারণ তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে | কিন্তু আজ সকল থেকে তাঁর ফোন বন্ধ, কেউই জানাতে পারছেন না তিনি করবেনটা কি? তবে শেষ পর্যন্ত বিজেপির সভায় উপস্থিত না হলে সেটাই হবে খবর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.