কাশ্মীরে কোনঠাসা পাক জেহাদিরা , সেনা গুলিতে খতম ৪




 

জম্মুও কাশ্মীরে সন্ত্রাস দমনে বড় সাফল্য পেলো সেনাবাহিনী। সোপিয়ান জেলায় সোমবার নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে খতম হল তিন সন্ত্রাসবাদী।মূলত নিহতদেরটা মধ্যে রয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন। কাশ্মীর পুলিশের শীর্ষকর্তা আইজি বিজয় কুমার জানিয়েছেন, শোপিয়ানের এনকাউন্টারে লস্করের দুই জঙ্গি নিহত হয়েছে। সংঘর্ষ এখনই চলছে। সেখানে আরও দুই জঙ্গি আটকে রয়েছে বলে মনে করছে সেনাবাহিনী। ভারতীয় সেনার চিনার কোর জানিয়েছে, মোট তিন জঙ্গিকে খতম করা হয়েছে। চলতি মাসেই শোপিয়ান জেলায় সেনা, আধা সামরিক বাহিনী ও পুলিশের যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় জইশ-ই-মহম্মদের কমান্ডার সাজ্জাদ আফগানি। মূলত, যুবকদের মগজধোলাই করে তাদের জঙ্গি সংগঠনে টেনে আনার কাজ করত ওই জঙ্গি। শোপিয়ান জেলায় জইশের মাথা ছিল সে। তার মৃত্যুতে সংগঠনটি বড়সড় ধাক্কা খেয়েছে বলেই মনে করছেনা একাধিক বিশ্লেষকেরা। সেনাবাহিনীদের এই লাগাতার অভিযানে কোনঠাসা হয়ে পড়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post