আফগানিস্তানে মুসলিম শাসন প্রতিষ্ঠা হবেই ,হুমকি তালিবান




 

আফগানিস্তানে মুসলিম শাসন প্রতিষ্ঠা হবে হুমকি দিল তালিবান। আফগানিস্তানে শান্তি ফেরাতে মস্কোয় কাবুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে তালিবান। শুক্রবার এমন একটি বৈঠকের শেষে তালিবান নেতা সুহেল শাহিন সাফ বলে, “মে মাসের ১ তারিখের পর ন্যাটো বাহিনীকে আফগানিস্তান ছাড়তে হবে। দেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হবেই।” উল্লেখ্য, ২০২০ সালে ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় শান্তিচুক্তি স্বাক্ষর করে আমেরিকা ও তালিবান (Taliban)। সেই চুক্তি মতো মে মাসের ১ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটো ও মার্কিন বাহিনী প্রত্যাহার করা হবে। বিশ্লেষকদের মত অনুসারে , কয়েকদিন ধরে সরকারি বাহিনী ও নাগরিক কর্মীদের ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে তালিবান। যেখানে প্রায় রক্তবন্যা বয়ে গেছে। যদিও আমেরিকার চেইপ পরে আলোচনায় বসলেও এরপর আফগান সরকার জঙ্গিদের ওপর চাপ বাড়াতে শুরু করে রীতিমত। ফেব্রুয়ারী মাসে আফগানিস্তানের বালখ প্রদেশের একটি মসজিদে ভয়াবহ আগুন লাগে। ওই মসজিদে বোমা বানানোর কাজ করছিলো এই তালিবান জঙ্গিরাই। অন্যদিকে এখন আফগানিস্তানে মুসলিম শাসন প্রতিষ্ঠায় তৎপর তালিবানরা। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post