প্রচারে বেরিয়ে চায়ের ঠেকে বিজেপি প্র্রার্থী তনুশ্রী

 
এবারের নির্বাচনে একঝাঁক তারকার মুখ. টলিপাড়ার অভিনেতা কিংবা অভিনেত্রীরা কেউ তৃণমূল দলের প্রার্থী কিংবা বিজেপির প্র্রথ হিসেবে মনোনীত।ইতিমধ্যে জোরকদমে তারকা কিংবা প্রার্থীরা প্রচার চালাচ্ছে। হাওড়া শ্যামপুকুরেরে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী আজ চায়ের ঠেকে পৌঁছলেন। অবশ্য চায়েরথেকেই সমস্ত রাজনৈতিক আলোচনা উঠে এসেই। চায়ের সাথে চর্চা বজায় য়থাকে।আর সেইমত করে হাজির চায়ের দোকানে। ঘরের মেয়ের মতোই তিনি চায়ের দোকানে চা বানিয়ে নিজে খেলেন ও বাকিদের ও খাবলেন।বলা যায় চা কগহ্বর পাশাপাশি ভোট নিয়ে নান আলোচনা করলো। এছাড়া মাটি শক্ত করতে এবং নিচের পরিচিতি বাড়াতে এখানেই শেষ নয়, এসি গাড়ি ছেড়ে আর পাঁচজন সাধারণের মতোই টোটোয় ঘুরে বেড়ালেন। শুনলেন মানুষের সমস্যার কথা।এর আগে নন্দীগ্রামের একটি চায়ের দোকানে চা বানাতে দেখা গিয়েছিল  মমতা বন্দ্যোপাধ্যায়কে । তনুশ্রীর চা বানানো দেখে তাই অনেকে খোঁচা দিয়ে বলেছেন, তৃণমূল সুপ্রিমোর দেখানো পথেই হাঁটছেন বিজেপি প্রার্থী। অনেকের আবার কটাক্ষ করলেন,ভোট হলে কি আর চা মিলবে আপনার কাছে?  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.