গোঁজ প্রার্থীরাও আছে নির্বাচনে



টিকিট না পেলেই গোঁজ প্রার্থী | এই গোঁজদের আবার দুটি দিক আছে, প্রথমত বিদ্রোহী হয়ে নির্দল হয়ে দাঁড়িয়ে যাওয়া দ্বিতীয়ত প্রার্থীরাই বিরোধী প্রধান প্রার্থীর নামের কাউকে জোগাড় করে প্রার্থী করা | প্রথমটির সংস্কৃতি কংগ্রেস জমানার | ওই সময়ে প্রচুর লবি ছিল, প্রিয়পন্থী, সোমেনপন্থী ইত্যাদি | দেখা গিয়েছে অফিসিয়াল প্রার্থীর বিরুদ্ধে গোঁজ দাঁড় করিয়ে নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ হয়েছে | এবারে কংগ্রেস/ বাম জোটে এই সমস্যা দেখা যাচ্ছে বেশ কিছু কেন্দ্রে, মুর্শিদাবাদের একটি কেন্দ্রে তো দু দলই প্রার্থী দিয়েছে | পুরুলিয়ার একটি কেন্দ্রে তৃণমূলের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়াতে গোঁজ প্রার্থীকেই সমর্থন করলো তারা |
ব্যতিক্রম নেই বিজেপিতেও প্রার্থী নিয়ে বিদ্রোহ হয়েছে বিভিন্ন স্থানে | অনেক প্রাক্তন নেতা টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়াবার পরিকল্পনা নিয়েছে | আবার শোনা যাচ্ছে বহু কেন্দ্রে ড্যামি প্রার্থী দেওয়াও হচ্ছে, এই ড্যামিদেড় কিছু করার নেই সে কোনও নেতার অনুগামী কিন্তু ওই নেতার আদেশেই প্রার্থী হচ্ছে | তাতে সুবিধা এই যে পোলিং কেন্দ্রে একজন পোলিং এজেন্ট বাড়ানো যাবে | দোলের আগেই রাঙিয়ে রয়েছে নানা দলের কান্ডকারখানা |        |        

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post