আমেরিকায় ফের চলল গুলি। স্থানীয় সময় সোমবার বিকেলে কোলোরাডোর বোল্ডার এলাকায় ‘কিং সুপার্স’ দোকানের সামনে এক বন্দুকবাজ আচমকা গুলি চালাতে শুরু করে। হামলায় এক পুলিশ অফিসার-সহ মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। এই ঘটনায় জড়িত সন্দেহে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কি উদ্দেশ নিয়ে গুলি চালানো হয়েছে তা এখনো পুলিশ স্পষ্টত জানায়নি। বোল্ডার পুলিশ অফিসার কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মূলত মুদিখানার দোকান ছিল সেটি, তবে ঘনবসতিপূর্ণ অঞ্চলে হওয়ায় হতাহতের সংখ্যা বেশি। প্রতিদিনের মতো সোমবার সেখানে এলাকাবাসী এবং কলেজ পড়ুয়াদের ভিড় ছিল রাস্তায়। আচমকাই বন্দুকের গুলির আওয়াজে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন অনেকে। পরে পুলিশের তরফে জানানো হয় ১০ জনের মৃত্যু হয়েছে, গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অনেকে। মার্কিন প্রশাসন উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।
Thank You for your important feedback