ভারতে সংখ্যালঘুদের নিয়ে এবার সোচ্চার হলেন মার্কিন প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিন। ভারতেও সংখ্যালঘুরাও মর্যাদা পাক এই নিয়ে সরব হয়েছেন তিনি। বর্তমানে ভারত সফরে এসেছেন লয়েড অস্টিন। শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দফায় দফায় বৈঠকও সারলেন তিনি। সূত্রের খবর, ওই বৈঠকেই সংখ্যালঘুদের মর্যাদা নিয়ে কথা ওঠে। তিনি ভারতে সংখ্যালঘুদের অধিকার নিয়ে সরব হন। যদিও এই দাবি ভারতের তরফে খারিজ করা হয়েছে। শুক্রবারে তিনদিনের সফরে পৌঁছয় মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এই সফরে দুটি বিষয় মূলত প্রাধান্য পাবে প্রথমত পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চিন সামরিক সংঘর্ষ। এবং দ্বিতীয়ত, রাশিয়ার থেকে এস ৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনা। কূটনৈতিক মহলের মতে, রাশিয়া সঙ্গ নিয়ে ভারতকে চাপে রাখতেই সংখ্যালঘু মর্যাদা দিতে তৎপর মার্কিন প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিন।
Thank You for your important feedback