বাঁকড়ায় রাজীবের প্রচারে কালো পতাকা তৃণমূলের, ধুন্ধুমার-লাঠিচার্জ

হাওড়া ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ফের ধুন্ধুমার। রবিবার ডোমজুড়ের বাঁকড়া এলাকায় প্রচার করছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাঁর প্রচারের শেষ লগ্নে ঝামেলার সূত্রপাত। কিছু তৃণমূল কর্মী বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ‘কালো পতাকা’ দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। এমনকি বিজেপির মিছিলেও বাধা দেয় বলে অভিযোগ। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। 


দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। সেই বচসা গড়ায় হাতাহাতি ও সংঘর্ষে। এলাকায় রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়েই সেখানে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। পরে সেখানে চলে আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। এলাকায় এখনও তীব্র উত্তেজনা রয়েছে। পরে রাজীব বন্দ্যোপাধ্যায় সরাসরি শাসকদলের দিকে অভিযোগ করে বলেন, ধমকে চমকে ভোট করা যাবে না। মানুষ বিজেপির সঙ্গেই আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, এলাকা থমথমে।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.