তবে কি শেষপর্যন্ত প্রার্থী হতে পারে মিঠুন চক্রবর্তী ?
সূত্র মারফত জানা গেলো, মিঠুন চক্রবর্তী মুম্বাইয়ের ভোটার ছিলেন কিন্তু
সম্প্রতি তিনি কলকাতার ভোটার হলেন | একটি ঠিকানার হদিশ পাওয়া গেলো ২২/১৮০
রাজা মনীন্দ্র রোড | এটি পাইকপাড়া অঞ্চলের ঠিকানা, যেখানে নাকি মিঠুন একসময়
থাকতেন, বর্তমানে তাঁর বোন থাকেন | যতদূর জানা গেছে , এক সময়ে বিডন
স্ট্রিট অঞ্চলে তাঁর আড্ডা ছিল, থাকতেনও নাকি সেখানেই | তবে স্কটিশ কলেজে
পড়তেন এবং জড়িয়ে গিয়েছিলেন নক্সাল আন্দোলনে, তবে ৭০ দশকের মধভাগেই তিনি
নাকি মুম্বাইতে চলে যান এবং রানা রেজ নাম চলচিত্রে ডান্সারের ভূমিকায় অভিনয়
করা শুরু করেছিলেন প্রাথমিক ভাবে |
আপাতত বিজেপি থেকে তাঁকে প্রার্থী করার ব্যাপারে চাপ দেওয়া হয়েছে | প্রথমে রাজি না হলেও এখন রাজি হয়েছেন বলে শোনা গেলো, সেই কারণেই তড়িঘড়ি ঠিকানা বদল | কিন্তু দাঁড়াবেন কোন কেন্দ্রে, উঠেছে প্রশ্ন | শোনা গেলো কলকাতার কোনও একটি কেন্দ্রই তাঁর পছন্দ | আপাতত বিজেপির হাতে রয়েছে চৌরঙ্গী এবং বেলগাছিয়া-কাশিপুর কেন্দ্র | তাঁর মধ্যে বেলগাছিয়াতেই তাঁর নব্য ঠিকানা, সুতরাং এখানেই প্রার্থী হতে পারেন তিনি |
Thank You for your important feedback