মোদির সভায় গেলেন না দিব্যেন্দু

CN ওয়েব আগেই জানিয়েছিল তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপির তথা মোদির জনসভাতে যাওয়ার বিষয়ে অনিশ্চয়তা আছে। বাস্তবে সেটাই সত্যি হল। কিন্তু প্রশ্ন থাকছে এই তৃণমূলের সাংসদের বিরুদ্ধে যে তিনি কি আদৌ বাবা বা দাদা কিংবা ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করছেন না? উত্তর নেই। যদিও এখনও নিজের দলের বিরুদ্ধে অদ্ভুত রকম নীরব রয়েছেন দিব্যেন্দু। তৃণমূল নেতারা যখন পূর্ব মেদিনীপুরের সভায় সভায় শুভেন্দুকে তুলোধোনা করছে তখন সেই মঞ্চে অনুপস্থিত থাকছেন তিনি, তবুও মুখ খুলছেন না।


ফলে প্রশ্ন উঠছে অধিকারী পরিবারে কী ফাটল ধরলো? নাকি বিধানসভার ফলের অপেক্ষায় দিব্যেন্দু? সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিব্যেন্দু জানিয়েছিলেন যে তিনি দিদির সৈনিক কিন্তু তারপরেও তো শিশিরবাবু অমিত শাহ বা মোদির রাজনৈতিক মঞ্চে উঠলেন ভাষণ দিলেন। দিব্যেন্দুর ঘনিষ্ঠ সূত্রে জানা গেল, শিশিরবাবুর বয়স হয়েছে আর নতুন করে রাজনীতিতে তাঁর দেওয়া বা নেওয়ার কিছু নেই কিন্তু দিব্যেন্দুর আছে। সুতরাং হুটপাট কোনও আবেগে ভেসে যেতে নারাজ তিনি। নন্দীগ্রামের ফলও একটা মস্ত প্রশ্নের মুখে আছে যা দিব্যেন্দুকে ভাবিয়েছে। তবে আজ মোদির মঞ্চে না গিয়ে পরোক্ষে তিনি মমতার কাছেই বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে।   

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.