বিজেপির প্রার্থী নিয়ে পাহাড়েও অশান্তি, ক্ষুব্ধ শরিক GNLF

প্রার্থী তালিকা নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের ক্ষোভ বিক্ষোভ চলছেই। এবার সমতলের বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল পাহাড়ে। মঙ্গলবারই দার্জিলিং জেলার তিনটি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। যা দেখে ক্ষুব্ধ তাঁদের শরিক সুবাস ঘিসিংয়ের দল GNLF, ওপর শরিক CPRM পার্টিও ক্ষুব্ধ। মঙ্গলবার মোট বাকি ১৩ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। তাতে পাহাড়ের কালিম্পংয়ে সুব্বা প্রধান, দার্জিলিংয়ে নীরজ জিম্বা ও কার্শিয়াংয়ে বিষ্ণুপ্রসাদ শর্মার নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল। যা দেখে শরিক দল GNLF খুশি নয়। GNLF প্রধান মন ঘিসিং সংবাদমাধ্যমে জানান, 'বিজেপির প্রার্থীতে GNLF খুশি নয়। খুব তাড়াতাড়ি বৈঠক করে আমরা সিদ্ধান্ত নেব আমরা'। ওপর শরিক CPRM নেতা কিশোর প্রধান বলেন, ‘বিজেপি আমাদের ওপর জোর করে এলাকা দখলের চেষ্টা করছে। বিজেপি সাংসদ রাজু বিস্তা নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন।

সূত্রের খবর, প্রার্থী নিয়ে ব্যবস্থা না নিলে পাহাড়ে তিনটি আসনে আলাদা করে প্রার্থীও দিতে পারে  GNLF নেতারা। সবমিলিয়ে পাহাড়ে স্বস্তিতে নেই বঙ্গ বিজেপি। অপরদিকে, পাহাড়ের তিনটি আসনে কোনও প্রার্থী দেয়নি শাসকদল তৃণমূল। এই তিনটি আসনই তাঁরা ছেড়ে দিয়েছেন গুরুংপন্থী মোর্চা নেতাদের জন্য। ইতিমধ্যেই গুরুংয়ের দল তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দার্জিলিং আসন থেকে প্রার্থী করা হয়েছে পিটি ওলাকে। কার্শিয়াংয়ে প্রার্থী হয়েছেন নরবু লামা ও কালিম্পংয়ে প্রার্থী হয়েছেন রাম ভুজেল।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.