বোমাতঙ্ক তাজমহলে, ঘটনাস্থলে বিস্ফোরক বিশেষজ্ঞরা

বৃহস্পতিবার সাত সকালেই বোমাতঙ্ক ছড়াল আগ্রার তাজমহলে। এদিন সকাল থেকেই পর্যটকদের ভিড়ে গিজগিজ করছিল তাজমহল। এমন সময়ই পুলিশের কাছে ফোন আসে তাজমহলে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গেই তাজমহল চত্বর থেকে পর্যটকদের সরিয়ে দেওয়া হয়। তাজমহলের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। এলাকা খালি করার পর বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থলে ছুটে যান। আগ্রা পুলিশের সঙ্গে তাজমহলের নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানদের সঙ্গে বোমা বিশেষজ্ঞরা তল্লাশি অভিযান শুরু করে। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাতটার কিছু পর পুলিশের কাছে ফোনটি আসে। এরপরই এলাকা খালি করার কাজ শুরু হয়। এবং বোমা বিশেষজ্ঞরা সাড়ে সাতটা নাগাদ তাজমহলে পৌঁছে গিয়েছিল। সূত্রের খবর, উত্তরপ্রদেশের ফিরোজাবাদ থেকে ফোনটি এসেছিল। কে এই ফোন করেছে সেটা চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। আপাতত কোনও বোমা পাওয়ার খবর মেলেনি। তল্লাশি অভিযান এখনও চলছে। উল্লেখ্য, লকডাউনের জেরে প্রায় ছয় মাস বন্ধ ছিল তাজমহল। গত বছর সেপ্টেম্বর মাসেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.