মর্জিমতো বাস ভাড়া নেওয়ার পরিকল্পনা বাস মালিকদের

এবার যাত্রী ভাড়ার  পাশাপাশি বাড়ছে ডিজেলের দাম. বেশ কয়েকমাস  ধরে চলছে বাস মালিকদের তরফে ভাড়া বৃদ্ধি র দাবি।  এদিকে বাস মালিক সংগঠনের সঙ্গে একাধিকবার রাজ্য সরকার বৈঠক করলেও  কোনোরকম সুরাহা মেলেনি। ডিজেলের দাম অস্বাভাবিক বাড়ছে তার জেরেই বাস মালিক সংগঠনের ভাড়া বৃদ্ধির না হওয়ার আসায় এবার যাত্রীদের কাছ থেকে অনুদান হিসেবে  বাড়তি বাস ভাড়া নেওয়ার  সিদ্ধান্ত নিল বাস মালি সংগঠন। ইতিমধ্যে বিভিন্ন রুটের বাসগুলোতে পোস্টের মারা হয়েছে। প্রায় ৩০ টি রুটের বসে এই পোস্টের লাগানো হয়েছে। ২২৩,২২৭, ৪৫,৭৯ বি.৯১ উল্লেখ আরো অনেক বসেই এই পোস্টের।

আনলক পর্ব থেকেই যদিও বাস চালু হলএ ও বাস ভাড়া কিলোমিটার প্রতি বার্তার থাকে।এরপর পেট্রল ডিজেলের অস্বাভাবিক দামের জেরে ভাড়া বাড়ানোর দাবি জানায়। চলতি মাস থেকেই বাসের ভাড়া যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে বাড়তি।এক এক জায়গা থেকে বাসগুলি যাত্রীদের কাছ থেকে যেভাবে খুশি ভাড়া নিচ্ছে। তবে ডিজেলের দাম বাড়ায় এবার অনুদান হিসেবে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার  পরিকল্পনা বাস মালিকদের। কিলোমিটার প্রতি ভাড়া বাড়িয়ে ১০ টাকা, ১২ টাকা,১৪ টাকা। বাসে  লাগানো পোস্টারের  ওপর ভিত্তি করেই এখন থেকে বাড়তি ভাড়া নেবে যাত্রীদের কাছের থেকে। বেসরকারি বাস মালিক সংগঠনগ বারবার রাজ্য সরকারকে  জানিয়েও কোনো সুরাহা পাচ্ছেনা তাই এই সিধান্ত নেওয়া  হলআপন মর্জিমতো বাস ভাড়া নেওয়ার পরিকল্পনা বাস মালিকদের।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.