বিজেপির সম্পত্তি ২,৯০৪ কোটি, তৃণমূলের সেখানে ২১০ কোটি টাকা!

কংগ্রেস নেতা রাহুল গান্ধি সহ অন্যান্য বিরোধী নেতারা বারেবারেই অভিযোগ করছিলেন বিজেপির সঙ্গে টাকার খেলায় তাঁরা পেরে উঠছেন না। এবার সামনে এল আসল সত্য। সম্পত্তির নিরিখে বিজেপি অন্যান্য রাজনৈতিক দলের থেকে চারকদম এগিয়ে। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠন এডিআর জানিয়েছে, ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর রিটার্ন অনুযায়ী বিজেপির মোট সম্পদ ২,৯০৪ কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেসের সম্পত্তির পরিমান ৯২৮ কোটি টাকা। অর্থাৎ বিজেপির সম্পত্তির পরিমাণ কংগ্রেসের তিন গুণেরও বেশি। ৭৩৮ কোটি টাকার সম্পদ নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মায়াবতীর দল বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি)। তুলনায় অনেক কম সম্পত্তি তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মোট সম্পদের পরিমাণ ২১০ কোটি টাকা। সেই তুলনায় সম্পত্তির নিরিখে সিপিএমের সম্পত্তি অনেকটাই বেশি। যদিও তাঁরা বর্তমানে কোনও রাজ্যেই ক্ষমতায় নেই। গত লোকসভা নির্বাচনের আগে ২০১৮-১৯ অর্থবর্ষে সিপিএমের মোট সম্পত্তি ছিল ৫১০ কোটি টাকা। তবে আঞ্চলিক দলের মধ্যে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির (এসপি) সম্পত্তি সবচেয়ে বেশি। তাঁদের ভাড়ারে রয়েছে ৫৭২ কোটি টাকা।  তবে বিভিন্ন ক্ষেত্রে বকেয়া এবং দেনার নিরিখে কংগ্রেসের দেনা সবচেয়ে বেশি। তাঁদের দেনা রয়েছে ৭৮ কোটি টাকার বেশি। বিজেপির সেখানে মাত্র ৩৭ কোটি টাকা এবং তৃণমূলের তা ছিল ১০ কোটি টাকা।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post