'দুই-তিন দিনের মধ্যেই ফিল্ডে ফিরছি', হাসপাতালের বেড থেকে বার্তা মমতার

 

 নন্দীগ্রামে চোট পেয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অসুস্থতায় চিন্তায় তৃণমূল নেতা কর্মীরা, উদ্বিগ্ন রাজ্যের মানুষ। এই পরিস্থিতিতে হাসপাতালের বেড থেকেই ভিডিও বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন শান্তির বার্তাও। বৃহস্পতিবার তিনি ওই ভিডিও বার্তায় বললেন, ‘সকলে শান্ত থাকুন’। এসএসকেএম হাসপাতালের বেড থেকেই দলের কর্মীদের সংযত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘এখনও বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে। হয়তো কিছুদিন হুইল চেয়ারে ঘুরতে হবে। আশা করি ২-৩ দিনের মধ্যেই ফিল্ডে ফিরতে পারব। পায়ে চোট থাকলেও ম্যানেজ করে নেব। কোনও মিটিং বাদ দেব না। হয়তো কয়েকদিন হুইল চেয়ারে ঘুরতে হবে’। 

 

এর আগে একই ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী জানান, ‘আমার হাড়ে চোট আছে। লিগামেন্টে চোট আছে। মাথায় খুব জোরে কাল লেগেছিল। বনেটের উপর দাঁড়িয়ে আমি নমস্কার করছিলাম। তখনই জোরে চাপ আসে। তাতে পুরো গাড়িটা আমার পায়ের উপর চেপে যায়... সবার কাছে অনুরোধ করব সকলে শান্তিতে থাকুন, ভালো থাকুন। এমন কিছু করবেন না, যাতে সাধারণ মানুষের অসুবিধা হয়’। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে পায়ে গুরুতর চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই রাজ্যজুড়ে ক্ষোভ, বিক্ষোভ অবরোধ শুরু হয়। বৃহস্পতিবার সকালেও রাজ্যের বেশ কয়েক জায়গায় অবরোধ করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। প্রতিবাদের জেরে অশান্তির বাতাবরণ তৈরি হয়। এই পরিস্থিতিতে চুপ থাকেননি তৃণমূল নেত্রী। হাসপাতালের বেড থেকেই দিলেন ভিডিও বার্তা। অপরদিকে সকলকে শান্ত থাকার আবেদন করেছে তৃণমূল কংগ্রেসও। শাসকদলের তরফে একটি টুইটও করা হয়েছে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.