২৬ মার্চ ভারত বনধের ডাক দিলেন কৃষকরা

 

এবার ভারত বনধের ডাক দিলেন কৃষকরা। আগামী ২৬ মার্চ কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে ভারত বনধের ডাক দিল আন্দোলনরত কৃষক সংগঠনগুলি। এদিকে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদের একশো দিন পেরিয়েছে। গত ২৬ নভেম্বর 'দিল্লি চলো' কর্মসূচির ডাক দিয়েছিলেন এই কৃষকেরাই। সেই সময় আন্দোলনে দিল্লিতে ঝড় তুলেছিলেন কৃষকেরা। এছাড়া সাধারণতন্ত্র দিবসে তাঁদের আন্দোলনের দুমাস পূর্তিতে ট্রাক্টর র‍্যালি করেন কৃষকরা। সেখানে পুলিশের সঙ্গে তাণদের সংঘাত হয়। সেইসময় ট্রাক্টর উল্টে গিয়ে অনেক কৃষকের মৃত্যু হয়েছে বলেই দাবি কৃষকদের। এবার আন্দোলনকে আরও মজবুত করতে কিষান সংযুক্ত মোর্চার নয়া পদক্ষেপ ভারত বনধ। যদিও সেইসময় দেশজুড়ে হোলি উৎসব হবে। আর বনধের দিন উত্তর ভারত জুড়ে পালিত হবে 'হোলিকা দোহন' উৎসব। সেদিন বনধের কতটা প্রভাব পড়ে সেটাই এখন দেখার। যদিও গোটা মার্চ জুড়েই অন্যান্য কর্মসূচি রয়েছে কৃষকদের।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post