দেশে ফের ভয়াবহ আকার নিচ্ছে করোনা ,একদিনে আক্রান্ত ৬২ হাজার

 
 
 দেশে ফের  করোনার ভয়াবহতা রূপ নিচ্ছে। দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখা। শনিবারে ফের সংখ্যাটা ৬০ এর গন্ডি পেরিয়ে গেছে। বেশ কয়েকমাস পর প্রথম দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২ হাজার। এদিকে মহারাষ্টে করোনার গতিবিধি বাড়ার জেরে উদ্বেগজনক পরিস্থিতি। তিব্র রাজ্যের ছবিটাও খুব ভালো নয়. এদিকে বাংলা ,কেরল,তামিলনাড়ুতে বাড়ছে সংক্রমণ। শনিবার সকালে সাস্থ ও পরিবারকল্যান মন্ত্রকের পরিসখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ২৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে কয়েক হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লক্ষ ৮ হাজার ৯১০ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সেক্ষেত্রে  মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ২৪০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯১ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। গত ২৪ ঘন্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ৩০ হাজার ৩৮৬ জন. তবে মহারাষ্ট্রে যেভাবে হু হু করে বাড়ছে করোনা তার প্রভাব পড়ছে এবার রাজ্যে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.