রাজ্যেও লাফিয়ে বাড়ছে করোনা, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮১২

১৫ দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বাড়ল তিন গুণের বেশি। যা ভোটমুখী রাজ্যের স্বাস্থ্যকর্তাদের কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮১২ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী শুধুমাত্র কলকাতাতেই সংক্রমিত হয়েছেন ২৯৪ জন। উল্লেখ্য, গত ১২ মার্চ দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৭৭ জন। কিন্তু ১৫ দিনের ব্যবধানে সেটা পৌঁছে গেল ৮০০-র বেশি। রাজ্যের স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী ২০২১ সালের ১ জানুয়ারি রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১,১৫৩ জন। এরপর ফেব্রুয়ারি মাস থেকে রাজ্যের করোনা গ্রাফ নিম্নমুখী হতে শুরু করে। এই পরিস্থিতিতে গত ১ মার্চ একদিনে করোনায় আক্রান্ত হয়েছিলেন মাত্র ১৯৮ জন। এরপর থেকেই যা ক্রমশ উর্ধ্বমুখী।

 

 গত ২৪ মার্চ ৪৬২ জন, ২৫ মার্চ ৫১৫ জন, ২৬ মার্চ ৬৪৬ জন আর ২৭ মার্চ সেটা একলাফে বেড়ে দাঁড়াল ৮১২ জনে। বিশেষজ্ঞ এবং চিকিৎসকমহল দাবি করছেন ভোটের প্রচারে কোভিডবিধি না মানার কারণেই এই করোনা সংক্রমণ বৃদ্ধি হচ্ছে। এছাড়া সাধারণ মানুষের মধ্যে শিথিলতাও লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক দূরত্ববিধি কেউ মানছেন না, ট্রেনে বাসে বাদুরঝোলা ভিড়, অনেকের মুখেই মাস্ক উধাও। অপরদিকে ভোটের প্রচার, রোড শো, জনসভাতেও উপচে পড়া ভিড় করোনা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলিকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দফতরও সমস্ত কোভিড হাসপাতালগুলিকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে। এছাড়া বেসরকারি কোভিড হাসপাতালগুলিকেও বাড়তি বেডের ব্যবস্থা করতে বলা হয়েছে। টিকাকরণ কর্মসূচিতেও জোর দেওয়া হচ্ছে।  



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post