শেষ বেলার প্রচারে দোলের বিকেলে নন্দীগ্রামে পৌঁছাচ্ছেন মমতা

 

 


  দ্বিতীয় দফায় ১ এপ্রিল ভোট নন্দীগ্রামে। তার আগে দোলের দিন বিকেলেই নন্দীগ্রামে যাচ্ছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপর নন্দীগ্রামে ভোট লড়াই, বিপক্ষে বিজেপি প্রার্থী প্রাক্তন তৃণমূলী শুভেন্দু অধিকারী। ফলে বলা যায় দুই হেভিওয়েট প্রার্থী রয়েছে নন্দীগ্রামে, আর এই দুজনের মাঝে রয়েছেন এক তরুণ তুর্কী সিপিএম প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায়। নন্দীগ্রামে মনোনয়নপত্র পেশ করার পরই মমতা বন্দোপাধ্যায়ের পায়ে আঘাতের ঘটনা ঘটে। এরপর ফের আজ তাঁর সেখানে যাওয়ার কথা। মাঝখানে হাসপাতাল-বাড়ি হয়ে জেলা সফর করেছেন তৃণমূল নেত্রী। দোলের দিন দুপুরে প্রথমে পাশের কেন্দ্র চণ্ডীপুর বিধানসভায় বিবেকানন্দ মাঠে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

 


 এবারের চন্ডিপুরের তৃণমূল প্রার্থী হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী।  সেখান থেকে সভা করে পৌঁছবেন নন্দীগ্রাম।  বিকেলে দোল উৎসবে রেয়াপাড়া তিনি যাবেন। এরপর বিরুলিয়াতে যাবেন তিনি। এই বিরুলিয়া বাজারেই গত ১০ মার্চ পায়ে চোট পেয়েছিলেন তৃণমূল নেত্রী। সেখানে বিকেল চারটে নাগাদ একটি জনসভাও করবেন এদিন। নন্দীগ্রামের শিবমন্দির লাগোয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকবেন তৃণমূল নেত্রী। ভোট পর্যন্ত পরবর্তী পাঁচদিন ওই ভাড়াবাড়িতেই থাকবেন তিনি। আগামী তিনদিন নন্দীগ্রামে পরপর প্রচার সভা করার কথা তৃণমূল নেত্রীর। বাংলায় আট দফা নির্বাচনের মধ্যে নন্দীগ্রামের দিকেই তাঁকিয়ে গোটা রাজ্য।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.