করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার ভারত

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে নতুন করে। এক বছর আগে এই মারণ ভাইরাসের প্রকোপ শুরু হয়েছিল দেশজুড়ে। এরপরে একটা বছর কেটে গেলেও পুরোপুরি কমেনি প্রকোপ। বরং দ্বিগুণ শক্তি নিয়ে দ্বিতীয়বারের জন্য করোনা গ্রাস করছে দেশের বিভিন্ন রাজ্য। কিন্তু তাতেও সাধারণ মানুষের কোনও হেলদোল নেই। সামাজিক দুরত্ব থেকে শুরু করে মাস্কের ব্যবহার কমেছে। গত ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার করোনার কবলে পড়েছেন প্রায় ৩৬ হাজার মানুষ। মঙ্গলবার সংখ্যাটা ছিল ২৯ হাজার, অর্থাৎ হু হু করে বাড়ছে করোনার প্রকোপ। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে মহারাষ্ট্রে ইতিমধ্যে লকডাউন ও কার্ফু দুইই চলছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায়  করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৭১ জন। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১ কোটি ১৪ লক্ষ ৭৪ হাজার ৬০৫। ফলে ধাপে ধাপে ফের বাড়ছে করোনা। উল্লেখ্য, বুধবারই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী, পাশাপাশি করোনা সংক্রমণ রোধে প্রয়োজনে ছোট ছোট এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোনে লকডাউনের পথে হাঁটার পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদি।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post