দোলের দিন ‘গোলন্দাজ’ ছবির পোস্টার প্রকাশ্যে আনলেন দেব

দোলের দিনে টলিউড অভিনেতা দেব তাঁর নতুন ছবি গোলন্দাজের পোস্টার অনুরাগীদের জন্য উপহার দিলেন। সিনেমা জগতের নতুন নিয়ম মেনে প্রথমে ছবির পোস্টার প্রকাশ করা হয়। এরপর সোশাল মিডিয়ায় সামনে আসে ছবির টিজার এবং ট্রেলার। সেই প্রথা মেনেই টলিউডের বহু প্রতীক্ষিত ‘গোলন্দাজ’ ছবির পোস্টার প্রকাশ্যে আনলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। যদিও গতবছর স্বাধীনতা দিবসের দিন এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। কিন্তু করোনার জেরে যা পিছিয়ে যায়। ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এ বহর পরিচালক স্বাধীনতার দিনই ছবি মুক্তির ইচ্ছে প্রকাশ ছবির প্রযোজক ও নায়ক দেব। এই ছবিতে দেবকে একদম অন্য একটা চরিত্র হিসেবে দেখা যাবে। নগেন্দ্রপ্রসাদ সর্বধকারীর ভূমিকায় জার্সি পড়া এই ছবিতে দেখা যাবে। যদিও এই ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে ঈসা সাহাকে। স্বাধীনতা সংগ্রামী   চরিত্রে দেখা যাবে অনির্বান ভট্টাচার্য। যদিও একুশের লড়াইয়ে ভোটার ময়দানে অভিনেতাকে জোরকদমে প্রচার চালাচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে কখনও রোড শো, কখনও আবার জনসভা করছেন তৃণমূল প্রার্থীদের জন্য। এর ফাঁকেই নতুন ছবির পোস্টার রিলিজ করে জনতার নজর কাড়লেন ঘাটালের তৃণমূল সাংসদ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.