তবে কি হোলি উৎসবে নিষেধাজ্ঞা?

করোনার নতুন স্ট্রেন চোখ রাঙাচ্ছে প্রতিদিন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। ফলে লকডাউনের বর্ষপূর্তিতে কোভিড সংক্রমণ আরও বাড়ছে। তাই এবছরের দোল বা হোলি উৎসবে জমায়েত করে রং খেলার ওপর নিষেধাজ্ঞা করার ভাবনায় হাটতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্র মারফৎ এমন খবরই সামনে আসছে। স্বাস্থ্যকর্মীরা মনে করছেন, কেউ সেভাবে করোনা বিধি মানছেনা। মাস্ক পড়া তো দূরের কথা, দুরুত্ব বিধি মানার বালাই নেই কোথাও। তাই এবার দ্বিতীয় করোনার নতুন স্ট্রেনে লকডাউনের কথা না ভাবলেও তবে সাধারণ মানুষের মধ্যে গতিবিধি নিয়ন্ত্রণ রাখার ভাবনাচিন্তা করছে সরকার। অপরদিকে পাঁচ রাজ্যে সামনেই বিধানসভা ভোট। জমায়েত অধিকাংশ জায়গাতেই বেশি হচ্ছে তা রাখতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। 

 

এদিকে সংক্রমণ যেভাবে দ্রুত ছড়াচ্ছে, তাতে লোকডাউনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। মঙ্গলবার অর্থাৎ আজ কেন্দ্রীয় মন্ত্রীদের এই নিয়ে বৈঠক। এর মধ্যে লকডাউন ওঠায় দেশের অর্থনীতি কিছুটা উন্নতির মুখে। যদি ফের লোকডাউন হয় তাহলে আর অর্থনীতি চাঙ্গা করা সম্ভব নয় বলেই দাবি অর্থনীতিবিদদের। যদিও ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও করোনা সংক্রমণ বাড়ছে। চিন্তার মুখে পড়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। এই পরিস্থিতিতে হোলি উৎসবে আবির ও রঙ থেকে করোনা সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যকর্তারা। তাই এবারও আর রঙ খেলা হবে না হয়তো ভারতবাসীর। যদিও এই নিয়ে এখনও সরকারি সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুতই সিদ্ধান্ত নিতে পারে সরকার।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.