গোয়ালিয়রে মুখোমুখি সংঘর্ষে বাস ও অটো, মৃত ১৩




 মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে  এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৩ জনের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মুখোমুখি বাস ও অটোর সংঘর্ষের দুর্ঘটনা ঘটেছে। অটোর চালক সহ সমস্ত যাত্রীর মৃত্যু হয়েছে। এদিন সকালে গোয়ালিয়রের ওল্ড চাওনি এলাকায় একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রন হারিয়ে অটোটিকে সজোরে ধাক্কা মারে। ওই অটোতে ছিলেন আটজন অঙ্গনওয়ারি কর্মী। তাঁরা মূলত রান্নার কাজ করতেন। বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় অটোটি চিড়ে চেপটা হয়ে যায়। ফলে অটোয় থাকা ১৩ জনই মারা যায়। এরমধ্যে ১২ জনই মহিলা। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিল, প্রথমে দশ জন মারা গিয়েছে এই দুর্ঘটনায়। পরে তাঁরা জানায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ হয়েছে। আহত একজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। আর আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.