শালবনিতে বিজেপি কর্মীর দেহ, রিপোর্ট চাইল নির্বচন কমিশন

শালবনি বিধানসভা এলাকায় বাগমারি বাজার এলাকায় এক জঙ্গলের ভিতর গাছে ঝুলন্ত অবস্থায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার করে পুলিশ। শালবনিতে রাত পোহালেই ভোট, তার আগে বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় শোড়গোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বিজেপির অভিযোগ,  লালমোহন সোরেন (৩০) নামে ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। যদিও দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠায়, তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। এবার এই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ভোটের একদিন আগেই কেন এই ঘটনা সেটা নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে।

 


 অপরদিকে, ৪৮ ঘন্টার ব্যবধানে উত্তরবঙ্গের দিনহাটা এবং জঙ্গলমহলের শালবনিতে দুই কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় সরব বিজেপি নেতৃত্ব। দুটি ক্ষেত্রেই তাঁদের দাবি, হেমতাবাদের বিজেপি বিধায়কের মতোই এদের খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও দুটি ঘটনা নিয়েই ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। দিনহাটার ঘটনায় খোঁজখবর নিতে বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে ইতিমধ্যেই কোচবিহার পৌঁছে গিয়েছেন। তিনি কোচবিহার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন শুক্রবার। অপরদিকে শালবনির ঘটনা নিয়েও নড়েচড়ে বসল নির্বাচন কমিশন।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.