তাপসী পান্নু, অনুরাগ কাশ্যপের বাড়ি-অফিসে আয়কর হানা

আয়কর দফতরের হানা এবার চলচিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী তাপসী পান্নুর বাড়িতে। পাশাপাশি আয়কর আধিকারিকরা হানা দিয়েছেন প্রযোজক বিকাশ বহেল এবং মধু মন্টানার বাড়িতেও। বলিউডের এই জনপ্রিয় ব্যাক্তিত্বের বাড়ি, অফিস মিলিয়ে মোট ২০টি জায়গায় আয়কর বিভাগের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। তল্লাশি চলছে শিবাশিস সরকার (সিইও রিলায়েন্স এন্টারটেনমেন্ট), আফসর জাইদি (সিইও এক্সিড), বিজয় সুব্রহ্মণ্যম (সিইও KWAN)। উল্লেখ্য, এক্সিড এন্টারটেনমেন্ট ও KWAN এন্টারটেনমেন্ট বলিউডের  জনপ্রিয় সেলিব্রিটি ম্যানেজমেন্ট সংস্থা। সম্প্রতি সুশান্ত মৃত্যু মামলাযতে বারবার বিতর্কে উঠে এসেছে KWAN-এর নাম। তবে কি কারণে এই সংস্থাগুলিতে আয়কর হানা চলছে সেটা জানা যায়নি। তাপসী পান্নুর বাড়িতেই কেন আয়কর তল্লাশি চলছে সেটা নিয়েও তৈরি হয়েছে ধন্ধ। 

 

তবে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে মুখ খুলেছিলেন অনুরাগ কাশ্যপ এবং তাপসী পান্নু। সূত্রের খবর অনুযায়ী, অনুরাগ ও বিকাশ বহেলের সংস্থা ‘ফ্যান্টন ফিল্মস’-এর আর্থিক লেনদেন নিয়েই তদন্ত চলছে। ২০১১ সালে এই সংস্থটি  তৈরী করেছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে রয়েছেন, বিক্রমাদিত্য মোতওয়ানেও। ২০১৫ সালের মার্চ, রিলায়েন্স এই সংস্থার ৫০ শতাংশ শেয়ার কিনে নেয়। এরপর ২০১৮ সালে এই সংস্থার ঝাপ বন্ধ হয়ে যায় বিকাশ বহেলের বিরুদ্ধে ‘ফ্যান্টম’-এরই এক প্রাক্তন কর্মী যৌন নিগ্রহের অভিযোগের পর। দিনের পর দিন কর  না দেওয়ার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। সিনেমা প্রযোজনার পাশাপাশি বিতরণের কাজও করত এই সংস্থা।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post