ভারত-ইংল্যান্ড ম্যাচে বিরল ইতিহাস, দাপটের সঙ্গে জিতল বিরাট বাহিনী

মঙ্গলবার ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম একদিনের ম্যাচে এক বিরল ঘটনার সাক্ষী থাকলো ক্রিকেট বিশ্ব। একই ম্যাচে যুযুধান দুই দলে জোড়া ভাতৃদ্বয় খেলার ঘটনা বেশ বিরল। রীতিমতো সাত বছর পর মঙ্গলবারের ম্যাচে ঘটল সেই ঘটনা। ভারতের হয়ে মাঠে নামলেন হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া, আর ইংল্যান্ডের হয়ে খেললেন স্যাম ও টম কুরেন। উল্লেখ্য এই ম্যাচে ভারতের হয়ে অভিষেক হল ক্রুনাল পন্ডিয়ার। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ডের ম্যাচে একই ঘটনার সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নেমেছিলেন দুই ভাই ডোয়েন ও ড্যারেন ব্রাভো। আর আয়ারল্যান্ডের হয়ে খেলেছিলেন কেভিন ও নায়েল ওব্রায়েন। মঙ্গলবারের ম্যাচে অবশ্য অভিষেকেই বাজিমাত করলেন ক্রুনাল। মাত্র ৩১ বলে ৫১ রান করলেন হার্দিক পন্ডিয়ার ভাই।


 ছবিঃ হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া

 ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ান ডে ম্যাচ প্রথম থেকেই নিজেদের দখলে রেখেছিল ভারত। ওপেনার শিখর ধাওয়ান ও কে এল রাহুলের দাপটে এবং শেষ দিকে ক্রুনালের মারকাটারি ব্যাটিংয়ে ভারত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ৩১৭ রান। শিখর ধাওয়ান অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন, তিনি আউট হন ৯৮ রান করে। কে এল রাহুল ৪৩ বলে ৬৮ রান করে অপরাজিত থাকলেন। ফলে ভারত ইংরেজদের ৩১৮ রানের বিরাট লক্ষ্য দিতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুও ভালো হয়। কিন্তু নবাগত পেসার প্রসিদ্ধ কৃষ্ণ ও সরদুল ঠাকুরের দাপটে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৫১ রানে। ভারত ম্যাচ জিতল ৬৬ রানে। প্রসিদ্ধ কৃষ্ণ ৫৪ রান দিয়ে পেলেন ৪ উইকেট আর সরদুল ঠাকুর ৩৭ রান দিয়ে ৩ উইকেট। ইংল্যান্ডের হয়ে জনি বয়েস্টর করলেন  ৬৬ বলে ৯৪ রান।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post