একুশের ভোটের আগেই ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগদান করেছিলেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। এরপরই রাজ্যবাসীর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তিনি কি ভোটে দাঁড়াবেন? তিনিই কি মুখ্যমন্ত্রীর পদ প্রার্থী? যদিও মিঠুন নিজে বিজেপিতে যোগদানের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন, ‘আমি এখানে নেতা হতে আসিনি। তবে দল যা সিদ্ধান্ত নেবে তাই করবো’। ফলে জল্পনা আরও বেড়েছিল বঙ্গ রাজনীতিতে। আর মিঠুনের বিজেপিতে যোগদান রাজ্য রাজনীতি সরগরম বলাই যায়। তবে মিঠুন কি ভোটে লড়ছেন? এবার এই প্রশ্নের উত্তর মিলল বিজেপির এক শীর্ষনেতার কাছে। কৈলাশ বিজয়বর্গীয়, বিজেপির সর্বভারতীয় নেতা তথা পশ্চিমবঙ্গে বিজেপির বিশেষ পর্যবেক্ষক। মিঠুন প্রসঙ্গে তিনি জানালেন, ‘মিঠুনদাকে ভোটে লড়তে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। তাঁর সঙ্গে আবার কথা বলবো। তিনি রাজি থাকলে দল পদক্ষেপ করবে’। বিজেপি সূত্রে খবর, মিঠুনের রাজনৈতিক অবস্থান নিয়ে এখনও কিছু ঠিক হয়নি। তবে তাঁকে প্রচারের কাজে লাগানো হবে এটা নিশ্চিত। তবে যদি তিনি ভোটে দাঁড়াতে রাজি হন, তবে তাঁকে কোনও নিশ্চিত আসনেই টিকিট দেওয়া হবে।
মিঠুন কি ভোটে লড়বেন? উত্তর দিলেন কৈলাশ বিজয়বর্গীয়
0
March 12, 2021
Tags
Thank You for your important feedback