পার্থকে তলব করল CBI, মদনকে ED

রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। এরমধ্যেই ফের মদন মিত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাঁকে আগামী ১৮ মার্চ সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে বলেই ইডি সূত্রে খবর। অপরদিকে চাঞ্চল্যকর খবর এই যে, আইকোর চিটফান্ড কাণ্ডে এবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল অপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সূত্রের খবর, ভিজিল্যান্স কমিশনের চিঠির সূত্র ধরেই পার্থবাবুকে ডেকেছে সিবিআই। তাঁকে আইকোরের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছিল। আগামী সপ্তাহেই তাঁকে তলব করা হয়েছে বলেই সিবিআই সূত্রে খবর। যদিও এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘আমি এখনও কোনও চিঠি পাইনি, আগে চিঠি পাই তবে আমার বক্তব্য জানাবো’।

 

 অপরদিকে, সারদা চিটফান্ড কাণ্ডেই তৃণমূল নেতা কামারহাটির প্রার্থী মদন মিত্রকে ডেকেছে ইডি। সম্প্রতি সারদা মামলায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকেও দুবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এবার ডাকা হল মদন মিত্রকে। যদিও রাজ্যের শাসকদল এরমধ্যে রাজনৈতিক প্রতিহিংসাই দেখছে। উল্লেখ্য, মদন মিত্র এর আগে সারদা কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন ২০১৪ সালের ১২ ডিসেম্বর। ২২ মাস জেলে থাকার পর ১৫ লাখ টাকার ব্যক্তিগত বন্ড এবং পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন পান তিনি। অপরদিকে, আগামী ১৫ মার্চ চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে তলব করেছে ইডি। সবমিলিয়ে ভোটের মুখে ইডি ও সিবিআইয়ের জোড়া চাপে চিন্তিত শাসকদলের নেতারা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post