সব দলকে সুযোগ দিয়েছেন, এবার দিন বিজেপিকে : মোদি




 

 

স্বাধীনতার পর ৭০ বছরে বাংলা সুযোগ দিয়েছিলো কংগ্রেসকে, বামেদের কিন্তু তারা কিছুই করেনি | ভরসা করেছিল তৃণমূলের উপর কিন্তু তারাও বাংলাকে শেষ করে দিয়েছে এবার একবার বিজেপিকে পাঁচ বছরের জন্য সুযোগ দিন, সোনার বাংলা গড়ে দেওয়া হবে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | শনিবার রেলশহর খড়্গপুরে ভাষণ দিলেন তিনি | তিনি প্রথমেই দেবদেবির শ্লোক দিয়ে বক্তব্য শুরু করেন, তারপর বিদ্যাসাগর, ক্ষুদিরাম ইত্যাদি ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানান তারপর বাংলার দেশপ্রেমী মহিলাদের শ্রদ্ধা জানান | তিনি বলেন, আজ দেশ এগিয়ে চলেছে, সেখানে বাংলা ক্রমাগত পিছিয়ে যাচ্ছে | তাঁর প্রাথমিক বক্তব্যে তিনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করেন |
এরপরই তিনি চলে যান তৃণমূলকে আক্রমণ করতে | তাঁর বক্ত্যব্যে আজ 'দিদি'র চেয়ে অভিষেক আক্রমণ করেন বেশি | তিনি বলেন, চারিদিকে সিঙ্গল উইন্ডো আর ভাইপো উইন্ডো রাজ্ চলেছে আজ | তিনি বলেন দিল্লিতে যে সরকার তারাই এই রাজ্যে এলে সোনার বাংলা তৈরি হবে | ভাষণের মাঝে তিনি হিন্দি ছেড়ে বাংলায় বলার চেষ্টা করেন| এই মুহূর্তে মোদি সভাতে ভিড় হচ্ছে এবং বিষয়টি অনুভব করে জনতাকে ধন্যবাদ জানান |   

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post