তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন টেলি তারকার দুই দম্পতি নীল ভট্ট্যাচার্য্য ও
তৃনা সাহা। শনিবার কলকতার তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী পার্থ
চট্ট্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাদের যোগ এদিন দুজনের হাতে দলীয় পতাকা তুলে
দেওয়া হল। তৃণমূলে যোগ দিয়ে এদিন অভিনেত্রী তৃনা সাহা জানান, 'আমি দিদিকে
অনেক ধন্যবাদ জানি। উনি শিল্পীদের জন্য অনেক কিছু করেছেন। ওনার জনই
আর্টিস্ট ফোরাম দাঁড়িয়েছে। এছাড়া করোনা, আম্ফানের সময় সকল মানুষে পশে
দাঁড়িয়েছেন। তাই আমরাও চাই ওনার পাশে দাঁড়াতে। বাংলার উন্নয়ন আমরা করব'।
অন্যদিকে অভিনেতা নীল ভট্ট্যাচার্য এদিন জানান, 'এটা আমার কাছে ফ্যান বয়
মোমেন্ট।ছোট থেকে ওনাকে দেখেই বড় হওয়া। মুখ্যমন্ত্রী সবসময় সবার পাশে ছিল
আর থাকবে'। অন্যদিকে এই দুই দুই তারকা জুটি মেগা ধারাবাহিকের জনপ্রিয়তার
শীর্ষে বলা যায়। বেশকিছুদিন আগেই এই জুটি সাতপাকে বাধা পড়েছে। সেখানে যদিও
মুখ্যমন্ত্রীকে দেখা গেছিলো আশীর্বাদ করতে দুই দম্পতিকে । এবার দুই
নবদম্পতি যোগ দিলেন রাজনীতিতে।
Thank You for your important feedback