চারদিনে দু’বার বাড়ল রান্নার গ্যাসের দাম!

 

দিন চারেক আগেই রান্নার গ্যাসের (LPG) দাম বেড়েছিল ২৫ টাকা। এর রেশ কাটতে না কাটতেই ১ মার্চ থেকে আবারও ২৫ টাকা বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম। উল্লেখ্য, শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই তিন দফায় ১২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, ১ মার্চ থেকে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম ২৫ টাকা বেড়ে হল ৮৪৫ টাকা ৫০ পয়সা। আবার ২৫ টাকা করে দাম বেড়ে দিল্লি ও মুম্বইয়ে রান্নার গ্যাসের দাম হল ৮১৯ টাকা এবং ৮২৩ টাকা। চেন্নাইয়ে দাম বেড়ে হল ৮৩৫ টাকা। অর্থাৎ কলকাতায় গৃহস্থের বাড়ির গ্যাস দাম সবচেয়ে বেশি। ফলে বারবার গ্যাসের দাম বাড়ায় গৃহস্থের কপালে চিন্তার ভাঁজ বাড়ছে। আর ভোটের মুখে রান্নার গ্যাস ও পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি বিরোধী দলগুলি প্রচারের হাতিয়ার করতে পিছুপা হচ্ছে না। প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসেও রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু দাম ছিল ৬২০ টাকা ৫০ পয়সা। সেখানে চার মাসের মধ্যে সেই দাম পৌঁছে গেল ৮৪৫ টাকার ওপর।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post