প্রায় একবছর কেটে গেলেও এই মারণ করোনা ভাইরাসের স্বভাব-চরিত্র বোঝা দায় এখনও। দেশে করোনা সংক্রমণ নিয়ে এত যে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু ক’জন শুনছে সেই কথা? কখনও কখনও এই সংক্রমণকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে, কখনও আবার বেড়েই চলেছে। দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে করোনার নতুন প্রজাতি বা স্ট্রেন। যার জেরে ভারতে ফের নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। করোনার নতুন প্রজাতির ফলে বাড়ছেও মৃতের সংখ্যাও। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ১৭ হাজার ৯২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
দেশে মোট করোনা সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১২ লক্ষ ৬২ হাজার ৭০৭ জন। যদিও আগামী ২৪ ঘন্টায় একটিভ কেস অনেকটা কমেছে। দেশে এইমুহূর্তে করোনার টিকাকরণ চললেও তাতে খুব একটা সুরাহা মেলেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভ্যাকসিন নেওয়ার পর ও বহু মানুষের প্রাণহানির আশঙ্কা থাকছে। প্রথম পর্যায়ে ভ্যাকসিন নেওয়ার গতি কিছুটা ধীর হলে ও দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন প্রক্রিয়া চলছে জোরকদমে। ভ্যাকসিনের পাশাপাশি সাধারণ মানুষকে করোনা থেকে সচেতন থাকতে বিশেষ সতর্কতা দিচ্ছেন বিশেষজ্ঞদের। কারন করোনার এই নতুন প্রজাতি আরও ভয়ানক, যা আরও বেশি দ্রুততার সঙ্গে সংক্রমণ ছড়ায়।
Post a Comment
Thank You for your important feedback