আদৌ কি ভারতে ফিরছে পাবজি? জল্পনা সামাজিক মাধ্যমে

 

 


 তবে কি ফের ফিরতে চলেছে জনপ্রিয় গেম পাবাজি? কোটি টাকার প্রশ্ন উঠছে পাবজি প্রেমীদের মধ্যে। প্রশ্নটা যদিও পুরোনো। কিন্তু নতুন আসার আলোর সম্ভাবনা আছে বলেই এখন সোশাল মিডিয়ায় ছড়িয়েছে। ভারতে এই গেম খুব জনপ্রিয়তা লাভ করেছিল। কার্যত ভারতের গোটা যুব সমাজই এই চাইনিজ গেমটি খেলায় মত্ত ছিল। কিন্তু লাদাখ ইস্যুতে ভারত-চিন সম্পর্কে অবনতি হওয়ায় ভারত বেশ কিছু চাইনিজ অ্যাপ নিষিদ্ধ করে। তাতে পাবজি-র নামও ছিল। ফলে নিরাশ হয় কোটি কোটি পাবজি ইউজার। 

 ইতিমধ্যে পাবাজি মোবাইলের মূল কোম্পানি ক্র্যাফ্টন ভারতকে সবুজ সংকেত দিয়েছে। তবে এবার পাবাজি সংক্রান্ত নান ভিডিও বানান এমন একজন ইউটিবার জানান, সম্প্রতি ক্র্যাফ্টন ভারত সরকারের সঙ্গে পাবজি সংক্রান্ত আলোচনা চালাচ্ছে। যদিও এই বিষয় নিয়ে ভারত সরকার অনড় ছিল। তবে শেষমেশ ক্র্যাফ্টন অনুমতি পেয়েছে বলেই সূত্রের খবর। তাই বলা যায় পাবজি প্রেমীদের জন্য ২ মাসের মধ্যে খুব শীঘ্রই ভালো খবর আসতে চলেছে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.