নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার সময়ে ততটা গরম ছিল না। কিন্তু যত দিন এগিয়েছে
তত গরম বেড়েছে। ভোটের প্রথম দিন বেশ গরম ছিল এবং আবহাওয়ার যা পূর্বাভাস
তাতে আরও গরম বাড়বে বলেই জানিয়েছেন আবহবিদরা। শেষ পর্বে গরম হওয়া থাকবে।
কিন্তু আম জনতার প্রশ্ন এই গরমে কি কি খাওয়া দাওয়া করেন ভোট প্রার্থীরা?
প্রার্থীদের নানান খাওয়ার প্রতি ঝোক থাকলেও প্রচারের গরমে কিন্তু সকলেই বেশ
সংযমী। জলের বোতল সঙ্গে থাকেই। সকালে চা বিস্কুট ছাড়া বেশি কিছু খান না
প্রায় কেউই। ব্যতিক্রম অবশ্য সিনেমা শিল্পীরা। তাঁরা প্রচুর ফল এবং ফলের
জুস খেয়ে বেরোন ভোট প্রচারে।
কিন্তু দেখা গিয়েছে অধিকাংশ প্রার্থী
দুপুরে দু-একটি রুটি সবজি খেয়ে থাকেন যদিও সঙ্গে থাকে মুড়ি ও ছোলা ভাজা।
ছোলাতে কার্বোহাইড্রেড কম কিন্তু ভিটামিন বেশি। সারা দিন প্রচারের মাঝে চা
খাওয়া চলে তবে বেশির ভাগই চিনি ছাড়া লাল চা। রাতে কিন্তু বাড়ি ফিরে বেশির
ভাগ প্রার্থী গরম ভাত চান তার সাথে যে কোনও সবজি।
Post a Comment
Thank You for your important feedback