‘মুখ্যমন্ত্রীর জন্যও এতটা করিনা’, তৃণমূলের রোড শো থেকে সটান ফিরলেন ‘ক্রুদ্ধ’ নুসরত

দলেরই সাংসদের কাছে দলীয় কর্মীদের আবদার ছিল প্রচারে আরও একটু বেশি সময় দেওয়ার। কিন্তু এই বাড়তি আবদারেই বেঁকে বসলেন অভিনেত্রী তারকা সাংসদ নুসরত জাহান। মুখের কথা শেষ হওয়ার আগেই কোনও সময় না দিয়েই তিনি প্রচার গাড়ি থেকে নেমে সটান হাঁটা লাগালেন। উল্টে বলে গেলেন ‘এক ঘণ্টার উপর র‍্যালি করছি, মুখ্যমন্ত্রীর জন্যও এতটা করি না, তোমরা ঠাট্টা করছ?’ গোটা ঘটনায় হতভম্ব তৃণমূল প্রার্থী। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। ঘটনাটি উত্তর ২৪ পরগনার অশোকনগরের। তৃণমূল প্রার্থী নারায়ন গোস্বামীর হয়ে রোড শো করছিলেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা যদিও সিএন যাচাই করেনি। তবে ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটি হুড খোলা জিপে অশোকনগর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ন গোস্বামী সমর্থন গুমা এলাকায় রোড শো করছেন নুসরত জাহান। তবে ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, দলীয় কর্মীদের মধ্যে কেউ এক জন নুসরতকে বোঝাচ্ছেন, সামনে বড় রাস্তা। আর আধ কিলোমিটার গেলেই হবে। তখনই মেজাজ হারান অভিনেত্রী সাংসদ। সেসময়ই তাঁকে বলতে শোনা গেল এক ঘন্টার ওপর র‍্যালি করছি, মুখ্যমন্ত্রীর জন্যও এতটা করি না। সূত্রের খবর, ওই রোড শো শেষে  কচুয়া এলাকায় একটি জনসভা করার কথা ছিল। কিন্তু তিনি সেটা না করে সোজা কলকাতায় ফিরে আসেন। পরে রার্থী নারায়ন গোস্বামী নুসরাত জাহান কে ফোন করেন এবং ফোনে তিনি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন। তবে কেন এতটা রেগে গেলেন নুসরত সেটা নিয়ে ধোঁয়াশা কাটেনি।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.