সোমবার সাতসকালে সল্টলেকে ঝুপড়িতে ভয়াবহ আগুন



 


সোমবার সকালে আচমকা আগুন লাগলো সল্টলেকের সেন্ট্রাল পার্কার কাছে কয়েকটি অস্থায়ী ঝুপড়িতে। সেখানে প্রচুর দার্হ্য পর্দাথ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। অগ্নিকান্ডে ৫০ থেকে ৭০টি ঝুপড়ি পুড়ে চাই হয়ে গিয়েছে বলেই জানা গেছে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন এসে পৌঁছয়। এরপর আগুন নিয়ন্ত্রনে আনা হয়। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর আসেনি। ঠিক কি কারণে আগুন লাগলো জানা যায়নি। এরপর ঘটনাস্থলে বিধাননগর থানার পুলিশ আসে।



 


ইতিমধ্যে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, 'এখনো কোনও হতাহহাতের খবর পাওয়া যায়নি। তবে আর্থিক অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কতগুলি ঝুপড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমরা দেখে নিচ্ছি'। শহর কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।এর আগে তপসিয়ায় বড়সড় আগুন লেগেছিল। অনেকটা ক্ষতির মুখে পড়তে হয় সেবার। এরপর স্ট্রান্ড রোডে রেলের ভবনে আগুন লাগে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। এবারেও খানিকটা সেই স্মৃতি উস্কে দিল। দোলের পরেরদিন সকালেই এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সেন্ট্রাল পার্ক সংলগ্ন বস্তিতে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.