ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণ চাইল তৃণমূল

 

পশ্চিমবঙ্গের নির্বাচনের দায়িত্বে থাকা ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণ চাইল তৃণমূল কংগ্রেস। শাসকদলের অভিযোগ, সুদীপ জৈন পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক থাকাকালীন একের পর এক পক্ষপাতমূলক পদক্ষেপ নিয়ে চলেছেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এই মর্মে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। ওই চিঠিতে শাসকদলের তরফে লেখা হয়েছে, সুদীপ জৈন রাজ্যের দায়িত্বে থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বৃহস্পতিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ও এই বিষয়ে জানান। তিনি বলেন, ‘এই রাজ্যে ৮ দফার নির্বাচন শুনেই প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আমাদের প্রতিবাদ চলছে। আমাদের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণ চেয়ে চিঠিও পাঠিয়েছেন’। 

সৌগতবাবু আরও অভিযোগ করেন, ‘সুদীপ জৈন আগেও পক্ষপাতমূলক আচরণ করেছেন। এর আগে ২০১৯-এর লোকসভা নির্বাচনেও সুদীপ জৈন পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন। সেই সময়ও তিনি বহু পক্ষপাতদুষ্ট আচরণ করেছিলেন। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে এই সুদীপই ভুল রিপোর্ট পাঠিয়েছিলেন, যায় জেরে নির্বাচনের দু’দিন আগে প্রচার বন্ধ করার নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন’। পাশাপাশি তৃণমূলের অভিযোগ, ২০১৯ সালে কুইক রেসপন্স টিম গঠন নিয়েও সংবিধান বিরোধী কাজ করেছিলেন। সৌগত রায়ের বক্তব্য, নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করবে রাজ্য পুলিশ। অথচ সেই সময় কুইক রেসপন্স টিম গড়ে এই সুদীপ জৈন বসিয়েছিলেন একজন সেন্ট্রাল অফিসারকে। সবমিলিয়ে তৃণমূলের দাবি, সুদীপ জৈন রাজ্যে ভোট পরিচালনার দায়িত্বে থাকলে অবাধ ভোট (Fair Election) সম্ভব নয়।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.