কৃষি আইনের প্রতিবাদে আজ অর্থাৎ শুক্রবার দেশজুড়ে ধর্মঘটের চলছে। সংযুক্ত কিষান মোর্চার ডাকেই এই সাধারণ ধর্মঘট। যদিও কংগ্রেস ও বামসহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে। তবে যে সমস্ত রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন চলছে সেই রাজ্যগুলিকে বাদ দিয়ে এই ধর্মঘট চলছে। দিনের পর দিন কিষান মোর্চার এই আন্দোলন চালাচ্ছে। এতে কোনওভাবেই মিলছেনা সুরাহা বলে দাবি করে এদিন ধর্মঘট ডাকা হয়েছে, দাবি কিষাণ মোর্চার। আজ তাঁরা দিল্লির রাজপথে বিক্ষোভ দেখানো ছাড়াও অন্যান্য রাজ্যতে ধর্মঘট পালন করছেন। এরপর তারা মশাল মিছিল করবে। মধ্যপ্রদেশ রাজপথে রক্ত দিয়ে লেখা হবে স্লোগান, তারপর রক্তদান শিবিরের আয়োজন করা হবে। এই ধর্মঘটের সমর্থনে বামফ্রন্ট, কংগ্রেস, আপ, সমাজবাদী পার্টি সমর্থন জানিয়েছেন। কৃষি আইনের প্রতিবাদে আজ তাই তৎপর কিষান মোর্চার সদস্যরা। তবে দেশের কিছু অংশে ধর্মঘটের প্রভাব পড়লেও বাকি এলাকায় জনজীবন স্বাভাবিক।
দেশজুড়ে আজ ধর্মঘট কিষান মোর্চার
0
March 26, 2021
Tags
Thank You for your important feedback