নাটক দিয়েই প্রচারের মুখ হয়েছিলেন উৎপল দত্ত


 
 


 বামেদের গণনাট্য সংঘের অন্যতম মুখ ছিলেন প্রয়াত উৎপল দত্ত। ইংরেজি সাহিত্যের পন্ডিত উৎপল এদেশে এসেছিলেন ওপার বাংলা থেকে। ছাত্র জীবনেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। চাকুরী জীবনে সরাসরি বাম রাজনীতি প্রথমে সিপিআই-এর সাথে যুক্ত  হন। পরে রাজনৈতিক জীবন শুরু করেন সিপিএমে। তিনি হয়তো রাজনৈতিক নাটক লিখতেনই না কারণ তখন তিনি শেক্স্পীয়রের নাটক করছিলেন একের পর এক। পরে তাঁর দলের রবি ঘোষ তাঁকে বাংলা নাটক লিখতে বলেন। তিনি লিখে ফেলেন অঙ্গার, কল্লোল ইত্যাদি নাটক। সবই ছিল কেন্দ্রের কংগ্রেস সরকারের বিরুদ্ধে। বিশেষ করে ভোটের আগে পথ নাটক লিখতেন নিয়মিত। এক সময়ে গ্রেফতারও হন উৎপল দত্ত।
৭০ দশকে নক্সাল আন্দোলনকে কেন্দ্র করে লেখেন 'তীর’। পরে জরুরি অবস্থার সময়ে স্যাটায়ার ধর্মী নাটক লিখতে শুরু করেন। 'ব্যারিকেড' এর পর 'লেনিন কোথায়' এবং সবশেষে 'দুঃস্বপ্নের নগরী”। আজ অনেক বামপন্থী অভিনেতারা ভোট প্রচারে নেমেছেন কিন্তু এরা কেউই উৎপল দত্তের সমতুল্য হওয়ার দুঃস্বপ্নও দেখেন না। আজ প্রবাদপ্রতীম নাট্যকার তথা বাংলা সিনেমার নক্ষত্রস্থানীয় অভিনেতা উৎপল দত্তের ৯২তম জন্মদিন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post