এবার ব্যাঙ্ক ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের জেরে চলতি সপ্তাহেই পরপর চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা। আগামী ১৫ ও ১৬ মার্চ অর্থাৎ আগামী সোম ও মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনগুলি। অন্যদিকে ১৩ এবং ১৪ মার্চ শনি ও রবিবার থাকায় পরপর ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই ধর্মঘটের জেরে এটিএম পরিষেবা কিছুটা হলেও ব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। যারফলে সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তির মধ্যে পড়তে হবে। কেন্দ্রের ব্যাঙ্ক বেসরকারিকরণ সিদ্ধান্তের কারণেই ব্যাঙ্ক ইউনিয়নগুলির পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক। যদিও স্টেট ব্যাঙ্ক (SBI) অভ্যন্তরীণ কাজগুলি করবে বলে জানা গিয়েছে। তবে গ্রাহকের জন্য কোনও পরিষেবা রাখবেননা। এরফলে অনেকটাই সমস্যার সম্মুখীন হবেন সাধারণ গ্রাহকেরা। তাই বিশেষজ্ঞরা বলছেন, ব্যাঙ্কে কোনও কাজ থাকলে জলদি সেটা সেরে ফেলুন।
চলতি সপ্তাহে পরপর চারদিন বন্ধ ব্যাঙ্ক, ভোগান্তির আশঙ্কা
0
March 12, 2021
Tags
Thank You for your important feedback