এবার মমতার নন্দীগ্রাম এবং অভিষেকের ডায়মন্ড হারবারে সভা অমিত শাহর

দ্বিতীয় দফার ভোটের শেষ দিনের প্রচারে ঝড় তুলতে ফের বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তাৎপর্যপূর্ণ দিক হল এবার তিনি রোড শো এবং জনসভা করবেন তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্বের গড়ে।  আগামীকাল অর্থাৎ মঙ্গলবার অমিত শাহ প্রথমে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে। যদিও বিজেপি সূত্রে জানা যাচ্ছে ওই দিন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে মোট তিনটি রোড শো করবেন অমিত শাহ। সব শেষে তিনি আসবেন ডায়মন্ড হারবারে। সেখানে তিনি একটি জনসভা করবেন বলেও এখনও পর্যন্ত ঠিক রয়েছে। 


বঙ্গ বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার প্রথমে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে নিয়ে রোড শো করবেন দুপুর ১২টা নাগাদ। প্রসঙ্গত সূচি অনুযায়ী অমিত শাহর রোড শো করার সময় নন্দীগ্রামেই থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি চলে যাবেন পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। সেখানে বেলা দেড়টা নাগাদ বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে রোড শো করবেন। এরপর তিনি যাবেন পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে। সেখানে বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতির সমর্থনে রোড শো করবেন বিকেল ৩টে নাগাদ। এরপর তিনি হেলিকপ্টারে উড়ে যাবেন ডায়মন্ড হারবার। সূচি অনুযায়ী, সেখানে তাঁর সভা শুরু হবে বিকেলে সাড়ে ৪টের সময়। উল্লেখ্য, ১ এপ্রিল দ্বিতীয় দফায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাকি আসনে ভোট হলেও ডায়মন্ড হারবারে ভোট ৬ এপ্রিল তৃতীয় দফায়। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.